
মুসলিম, মুশরিক, ইহুদি, খিষ্টান, হিন্দু, বৌদ্ধ, ..... প্রত্যেকের সন্তান কি ইসলাম ফিতরাতের উপর ও মুসলিম হিসাবে জন্মগ্রহণ করে? - ইসলামের আলো
♦ হ্যাঁ। মুসলিম, মুশরিক, ইহুদি, খিষ্টান, হিন্দু, বৌদ্ধ, ..... প্রত্যেকের সন্তান ইসলাম ফিতরাতের উপর ও মুসলিম হিসাবে জন্মগ্রহণ করে।
💜 প্রত্যেক মানুষ পৃথিবীতে জন্মগ্রহন করে ইসলাম নিয়ে মুসলিম হিসাবে (দেখুনঃ আরাফ-১৭২, রুম-৩০, তাগাবুন-২)। এরপর মানুষ তার বাপ-দাদার ধর্মের অন্ধ অনুসরন করে (দেখুনঃ আরাফ-আয়াত নঃ ১৭৩, মায়েদা-আয়াত নঃ ১০৪, বাকারা-আয়াত নঃ ১৭০)। এরপর আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করেন (দেখুনঃ আল কাসাস-আয়াত নঃ ৫৬)। ফলে ঐ মানুষটি পুনরায় ইসলাম গ্রহন করে নিজেকে মুসলিম বলে প্রকাশ করে ।
♥ "নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত দ্বীন/ধর্ম(জীবন ব্যবস্থা) হলো ইসলাম। আর যাদের প্রতি কিতাব দেয়া হয়েছে তাদের নিকট প্রকৃত জ্ঞান আসার পরও ওরা মতবিরোধে লিপ্ত হয়েছে, শুধুমাত্র পরস্পর বিদ্বেষবশতঃ, যারা আল্লাহর নিদর্শনসমূহের প্রতি কুফরী করে তাদের জানা উচিত যে, নিশ্চিতরূপে আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত দ্রুত।" (ইমরান-আয়াত নঃ ১৯)।